স্থল নিম্নচাপের প্রভাবে দমকা হাওয়ার সাথে ভারী বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এতে বেড়েছে জনভোগান্তি। জলাবদ্ধতা তৈরি হয়েছে বিভিন্ন স্থানে। বৃষ্টির কারণে কাজে বের হতে পারছে না মানুষ। খাগড়াছড়িতে পাহাড় ধসে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। ঝড়ে সড়কে পড়ে থাকা গাছ সরাতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কেটে গেলেও স্থল নিুচাপের কারণে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও প্রবল বৃষ্টি হচ্ছে।
সোমবার রাত থেকেই ভারী বৃষ্টি হচ্ছে চাঁদপুরে। গত ২৪ ঘন্টায় ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই জেলায়। মেঘনা নদীর পানি ৪ থেকে ৫ ফুট বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের কয়েকটি এলাকা ডুবে যায়।
রাতভর বিরামহীন বৃষ্টি ও দমকা হাওয়ায় বিপর্যস্ত মৌলভীবাজারের জনজীবন। শহরের অনেক এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। বাড়ছে নদ-নদীর পানি।
টানা বৃষ্টিতে চেঙ্গী নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে খাগড়াছড়ি শহরের নিম্মাঞ্চল। ঘর বাড়িতে পানি ঢুকেছে, তলিয়েছে ফসলের ক্ষেত। আলুটিলার ময়লা টিলা নামক স্থানে পাহাড় ধসে ৩ ঘন্টা যানবাহন বন্ধ থাকে। সড়কে ভেঙ্গে পড়া গাছ সরাতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন নামে এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।
মাটিরাঙ্গায় গতরাতে ঝড়ে বিদ্যুতের খুটি সড়কে উপড়ে পড়ে। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়। বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় অনেক ঘরবাড়ি বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে আছে।
টানা বৃষ্টি আর উজানের ঢলে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাধ ভেঙে পানি প্রবেশ করেছে লোকালয়ে।
ঝড় ও বৃষ্টির কারণে ৩০ ঘন্টারও বেশি সময় ধরে বিদ্যুৎহীন নাটোর জেলা। ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মাদারীপুরেও রাত থেকে টানা বৃষ্টিতে ঘর থেকে বের হতে না পারায় ভোগান্তিতে কর্মজীবী মানুষ।