সারাদেশেই জেঁকে বসেছে শীত। উত্তরের জনপদে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক। কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বেশি দুর্ভোগে পড়েছে শ্রমজীবী, ছিন্নমূল ও দরিদ্র মানুষ।

এদিকে, আজ (মঙ্গলবার) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।  আবহাওয়া অফিস বলছে, জেলার একেবারে কাছে হিমালয় পর্বত হওয়ায় এখানে তীব্র ঠান্ডা রয়েছে।

আবহাওয়া অফিস বলছে, জেলার একেবারে কাছে হিমালয় পর্বত হওয়ায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সঙ্গে বইছে হিম বাতাস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, তাপমাত্রা বাড়লেও এ জেলার ওপর দিয়ে পাহাড়ি হিম বাতাস বহমান রয়েছে। এর কারণে কুয়াশা কম থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের অনুভূতি একটু বেশি হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।