দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। সবাই মিলে কাজ করলে ক্রান্তিলগ্ন থেকে বের হওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আজ রোববার (১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশ ও জাতি গঠনে সেনাসদস্যরা নিয়োজিত আছে উল্লেখ করে তিনি বলেন, সামনে একটি কঠিন সময় পার করতে হবে। এসময় দেশ ও জাতিকে একটি ভালো এবং নিরাপদ জায়গায় নিয়ে যেতে সকলের সহায়তা চান সেনাপ্রধান।