আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশের রাজনীতিতে বিষফোড়া বিএনপি। এ বিষফোড়াকে রাজনীতি থেকে মুছে ফেলতে হবে। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী বাজারে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি স্বাধীনতার শত্রু, গণতন্ত্রের শত্রু। এদের প্রতিহত করার একটা সুযোগ এসেছে। আগামী ৭ই জানুয়ারি দলে দলে ভোট দিয়ে এ সুযোগ কাজে লাগান।

পরে বিকেলে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় ওবায়দুল কাদের বলেন, ‘ফাউল করার কারণে বিএনপি খেলা থেকে বাদ পড়েছে। রাজনীতির মাঠে তাদের আর খেলার কোনো সুযোগ নেই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা মানে না। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি হলো পরগাছা। এই পরগাছাকে বিলুপ্ত করতে হবে।

হরতাল-অবরোধের নামে বিএনপি জ্বালাও-পোড়াও করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের মানুষদের হত্যা করছে, ঠিক সেভাবেই আন্দোলনের নামে বিএনপি মায়ের বুকের শিশুকে পুড়িয়ে মারে। এরা গণতন্ত্র হত্যাকারী দল। যারা ২০০৬ সালে এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার তৈরি করে প্রহসনের নির্বাচন করতে চেয়েছে।’

এর আগে সকালে কোম্পানীগঞ্জের বসুরহাট, শান্তিরহাট, রংমালা বাজার, বাংলা বাজার, পেশকারহাট, নতুন বাজার টেকেরবাজারসহ আশপাশের কয়েকটি এলাকায় গণসংযোগ করেন ওবায়দুল কাদের।