পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন সরকার কূটনীতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছে। আজ (১৯ মে) জাতীয় প্রেসক্লাবে ওভারসিজ করেসপন্ডেন্ট এসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত ও চীনের ভূমিকা মূখ্য উল্লেখ করে তিনি বলেন, এই দুই দেশের অংশগ্রহণ বাড়ানো গেলে এ সমস্যার সমাধান সম্ভব।
তিনি বলেন, রোহিঙ্গারা স্থানীয়দের কর্মসংস্থান নষ্ট করছে, বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে গেছে। সবগুলো মৌলিক অধিকার নিশ্চিত করে রোহিঙ্গাদের ফেরত পাঠানোই আসল সমাধান
মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সম্প্রতি বৈঠকেও রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তাদের ইতিবাচক মনে হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।












