প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, সর্বগ্রাসী দুর্নীতির হাত থেকে দেশের সব খাতকেই রক্ষা করতে সরকার সচেষ্ট। বিচারপতিদের নিয়মতান্ত্রিক উপায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করা হয়েছে।
রোববার (১৭ই নভেম্বর) জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে। দুর্নীতি ও অর্থ পাচারে অভিযুক্ত প্রভাবশালী দেড়শ ব্যক্তির তালিকা তৈরি এবং ৭৯ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। কালো টাকা সাদা করার বিধান বাতিল করা হয়েছে।
অপরাধের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে বিভিন্ন জেলায় সহস্রাধিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হাইকোর্টে ইতোমধ্যে ২৩ জন নতুন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা করা হচ্ছে।
সরকারের বিভিন্ন পর্যায়ের ১৯,০৮৪ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি, ১৩,৪২৯ জনকে বদলি এবং ১২,৬৩৬ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন করা হয়েছে।
‘সাইবার সিকিউরিটি আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এই আইনের অধীনের যেসব মামলা মত প্রকাশের অধিকারের সাথে সম্পর্কিত সেগুলো প্রত্যাহার করা হয়েছে। ১৩৩টি আইন, বিধিবিধান তৈরি ও সংশোধন করা হয়েছে এবং ৩৫৩টি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’