দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে জেঁকে বসেছে শীত। সোমবার দেশের সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, কনকনে শীতে কাঁপছে লালমনিরহাটের মানুষ। ঘনকুয়াশা আর ঠান্ডায় কাজে বের হতে পারছেনা। বেশি দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের মানুষ। নদীপাড়ে বইছে কনকনে বাতাস। আজ লালমনিরহাটে আবহাওয়ার তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুরের হিলিতে মাঘ মাসের হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সূর্য  উঁকি দিলেও হিমেল বাতাসের কারণে বেড়েছে শীতের তীব্রতা। শীতের দাপটে বয়স্ক মানুষেরা গরম কাপড়ের অভারে ঘর থেকে বের হতে পারছেন না। কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা।

শুধুমাত্র প্রয়োজনের তাগিদে রাস্তা-ঘাট ও বাজারে আসছেন সাধারণ মানুষেরা। বাড়ছে শীতে আক্রান্ত রোগী।