শীত আসার আগে হেমন্তেই দেশের উত্তরাঞ্চলে পুরোদমে জেঁকে বসতে শুরু করেছে শীত। তাপমাত্রা ক্রমেই নিম্নমুখী হচ্ছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়— ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় বাতাসে আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। আর বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১২ থেকে ১৪ কিলোমিটার। তবে গত কয়েক দিনের তুলনায় আজ জেলাজুড়ে কুয়াশার পরিমাণ কিছুটা কম ছিল। সকালের হিমেল বাতাস কনকনে শীতের বার্তা দিলেও বেলা বাড়ার সঙ্গে দেখা মিলেছে ঝলমলে রোদের।
আবহাওয়া অধিদপ্তর জানায়, একই সময়ে রাজশাহীতে ১৪ দশমিক ৬ ও চুয়াডাঙ্গায় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া পাঁচ জেলায় তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে। আর বেশির ভাগ জেলায় ২০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সেই সঙ্গে দিনে সামান্য কমবে।












