২০০৭ সালের ওয়ান ইলেভেনের সরকারের সময়ে অনেক বাধা উপেক্ষা করে দেশে ফিরে এসেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সংসদে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ওই সময় তাকে রাজনীতি থেকে বাদ দেয়া ও দেশে না আসতে দেয়ার জন্য নানা ষড়যন্ত্র হয়েছিল। দেশে আসলে বিমানবন্দরেই মেরে ফেলা হবে এমন হুমকিও দেওয়া হয়েছিলো বলেও জানান শেখ হসিনা।
২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে পয়েন্ট অব অর্ডারে আলোচনা শুরু হয় জাতীয় সংসদে। এ আলোচনায় সরকারি দলের সদস্যরা জানান, ওইদিন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরতে চেয়েছিলেন। তাকে দেশে আসতে বাধা দেয়া এবং নানান ষয়যন্ত্র হয়।
পরে এ আলোচনায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বক্তব্য রাখেন। তারপর থেকে আওয়ামী লীগ দিনটিকে গণতন্ত্র পুনরুদ্ধার দিবস হিসেবে পালন করে আসছে। দিবসটি উপলক্ষ্যে সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন আওয়ামী লীগের সরকারি দলের সদস্যরা। তারা বলেন, গনতন্ত্রের স্বার্থে শেখ হাসিনা কারো সঙ্গে আপোষ করেননি।
প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনটা আমার জন্য একটি আনন্দ দিন। দেশে মানুষের জন্য এই দিন শত বাধা অতিক্রম করে দেশে আসি। ওই দিন তাকে দেশে আসতে কারা কিভাবে বাধা দিয়ে ছিল এবং ষড়যন্ত্র করেছিল সেগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সেদিনের সমর্থনের জন্য দেশের মানুষ ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দেশের জনগণই তাঁর একমাত্র শক্তি।