প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ  সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ,  এ দেশের মানুষ সবাই সমান অধিকার নিয়ে থাকবে।

আজ বৃহস্পতিবার (৭ই সেপ্টেম্বর) গণভবনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে  শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বারবার আঘাত করা হয়েছে, মুক্তিযুদ্ধের ও অসাম্প্রদায়িক চেতনার ওপর আঘাত করা হয়েছে। আমরা ক্ষমতায় এসে দেশে আবার সম্প্রীতি প্রতিষ্ঠিত করেছি।

তিনি আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এই শ্লোগান আমরা প্রতিষ্ঠিত করেছি। আমরা চাই সব ধর্মের মানুষ বিনা বাধায় নিজ নিজ উৎসব পালন করবেন।