ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রুশ সেনারা অনেক জায়গায় তীব্র গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় এক কর্মকর্তা।
শুক্রবার দোনেৎস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো এ কথা বলেন। খবর সিএনএনের।
তিনি বলেন, ফ্রন্টলাইন বরাবর দোনেৎস্ক অঞ্চলের প্রায় সমস্ত বসতি আক্রমণের মুখে রয়েছে।
কিরিলেঙ্কো মেরিঙ্কা শহরের দুর্দশার কথা তুলে ধরেন। যেখানে তিনি বলেন, রাশিয়ান আক্রমণের শুরু থেকে ১১ বেসামরিক লোক নিহত হয়েছেন।
তিনি বলেন, শহরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১০০টি বাড়ি ধ্বংস হয়েছে, ১৩টি উচ্চ ভবন এবং তিনটি স্কুল গোলার আঘাতে ক্ষতি হয়েছে।
কিরিলেঙ্কো বলেন, ক্রমাগত গোলাবর্ষণ সত্ত্বেও প্রতিদিন বেসামরিক নাগরিকদের সম্প্রদায় থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। শুক্রবার পর্যন্ত অন্তত ৩৫০ জনকে মেরিঙ্কা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেন, পূর্বে রাশিয়ান বাহিনীর ফোকাস পোপাসনা এবং রুবিঝনে বসতি দখলের দিকে এগোচ্ছিল, কিন্তু তারা সফল হয়নি। রাশিয়ান বাহিনী এ সপ্তাহের শুরুতে পোপাসনার কিছু অংশ দখল করে নিয়েছে বলে জানা গেছে।
জেনারেল স্টাফ বলেন, দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে গত ২৪ ঘণ্টায় শত্রুদের আটটি আক্রমণ প্রতিহত করা হয়েছে। চারটি ট্যাংক, ছয়টি সাঁজোয়া কর্মী বাহক, চারটি পদাতিক যুদ্ধের যান এবং একটি শত্রু আর্টিলারি সিস্টেম ধ্বংস করা হয়েছে।