প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে জীবিকার তাগিতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। কর্মস্থলগামী মানুষকে বয়ে আনা অতিরিক্ত যানবাহনের চাপে দৌলতদিয়া ঘাট অভিমুখে মহাসড়কের ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার (৬ই মে) মধ্যরাতে ফেরি পারাপারের অপেক্ষায় আটকে থাকা মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

এরআগে, ফেরীঘাটে চাপ কমাতে শিমুলিয়া-বাংলাবাজার রুটের পরিবর্তে পাটুরিয়া-দৌলতদিয়া রুট ব্যবহার করতে যাত্রীদের প্রতি অনুরোধ জানায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

শুক্রবার সকাল থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় কর্মস্থগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। বিআইডাব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্র জানায়, দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরি চলাচল স্বাভাবিক আছে। ১৯টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করছে। গাড়ির চাপ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক থাকায় যাত্রীরা দুর্ভোগ ছাড়াই গন্তব্যে যেতে পারছেন।