‘পাঠান’ সুনামিতে ভক্তদের চরম উন্মাদনার সাক্ষী গোটা ভারত। প্রায় চার বছর ভক্তদের অপেক্ষা করিয়ে অবশেষে পর্দায় ধামাকেদার এন্ট্রি নিয়েছেন শাহরুখ, ২০১৮ সালের পর ২০২৩ সালে পর্দায় প্রত্যাবর্তন করলেন বাদশা। গত ২৫শে জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন, জন আব্রাহাম এবং প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহরুখ-দীপিকা।

সিনেমার টিজার মুক্তি পাওয়ার পর থেকেই ভক্তদের উন্মাদনা শীর্ষে পৌঁছেছিল। তারপরেই একাধিক বিতর্ক ডানা মেলেছিল। তবে মুক্তির দিনে সকাল থেকেই ভক্তদের উন্মাদনা একেবারে চরমে পৌঁছেছিল। জায়গায় জায়গায় শাহরুখের পোস্টার দুধ দিয়ে স্নান করানো হয়েছে, ঢোল-বাজনা, বাজি পটকা ফাটিয়ে চলেছে জমকালো সেলিব্রশন। সিনেমা মুক্তির প্রথম দিনই ঘোষিত হয়ে গিয়েছে পাঠান ব্লকব্লাস্টার। মুক্তির দিনই ইতিহাস সৃষ্টি করে আয়ের ঘরে তুলে নিয়েছিল ৫৫ কোটি রুপি। এবার মুক্তির মাত্র দুই দিনে বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির আয় ছাড়িয়ে ছবিটি রীতিমত রেকর্ড গড়ে ফেলেছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

অনুমান করা হয়েছিল, দ্বিতীয় দিনে ৬০- ৬৫ কোটি রুপি সংগ্রহ করতে পারে ‘পাঠান’। কিন্তু হিসাব পাল্টে গেছে। সরস্বতী পূজা ও ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৬শে জানুয়ারি ছিল দেশটিতে সরকারি ছুটি। দিনটি উপভোগ্য করে তুলতে দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছিলেন কিং খানের নতুন সিনেমাটি দেখতে। ফলে খুব সহজেই এদিন ৭০ কোটি তুলে নিয়েছে ‘পাঠান’। এতে মুক্তির দুই দিনে এ ছবির আয় দাঁড়িয়েছে ১২৭ কোটি রুপি।

এদিকে বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে জানিয়েছেন, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ‘পাঠান’ সিনেমা আয় করেছে ১০০ কোটি রুপি। যার ভেতর শুধু মাত্র ছবিটির হিন্দি সংস্করণই আয় করেছে ৫০-৫১ কোটি রুপি। এছাড়াও ছবিটির তামিল ও তেলেগু সংস্করণটি থেকে আয় এসেছে ২ কোটি রুপি।

অপরদিকে দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী এটি আয় করেছে ১৩৫ কোটি রুপি। যার ভেতর শুধুমাত্র হিন্দিতেই এই ছবির আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭০ কোটি রুপি। ফলে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ‘পাঠান’ এর মোট আয় দাঁড়িয়েছে ২৩৫ কোটি রুপি।

এদিকে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ‘পাঠানে’র কাছে হেরেছে ‘কেজিএফ ২’। কেননা মুক্তির একদিন পর দক্ষিণি সিনেমাটি আয় করেছিল ৪৭ কোটি রুপি। ‘পাঠান যে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে তা এই ঝোড়ো গতি দেখেই বোঝা যাচ্ছে। বলিউড বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা তার টুইটারে লিখেছেন, ‘পাঠান’ বিশ্বব্যাপী বক্স অফিসে ২৩৫ কোটি আয় করেছে।

এর আগে ছবির ‘বেশরম রঙ’ গান প্রকাশের পর হিন্দু ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ আনেন কট্টরপন্থী হিন্দু নেতারা। হত্যার হুমকি দেওয়া হয় বলিউড বাদশাহকে। তবে মুক্তির পর পাল্টে গেছে হিসেব নিকেশ। ফলস্বরূপ এরইমধ্যে পেয়েছে ব্লকবাস্টার তকমা।