দ্রত ক্ষমতা ছাড়তে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে হাজার নেতাকর্মী প্রাণ দিতে পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্মরণসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। এদিকে, চলমান আন্দোলনে নিহত নেতাকর্মীদের স্মরণে সারাদেশে জেলা সদরে শোক শোভাযাত্রা করেছে বিএনপি।
নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত নাজির উদ্দিন জেহাদের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করা হয়। এতে সাবেক ছাত্রনেতারা বলেন, গণতন্ত্রের জন্য লড়াই হলেও আওয়ামী লীগ আবারও দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে তা যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে উঠে এসেছে। জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করার কথা জানান তিনি।
সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে দ্বিতীয় দফা ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সোমবার জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ও মুসলীম লীগের সাথে বৈঠক করে বিএনপি। এতে সরকার পতন আন্দোলনের দাবীগুলোর বিষয়ে ঐক্যমত্য হয়।
এদিকে, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি পালনের সময় নিহত নেতাকর্মীদের স্মরণে সারাদেশে শোক শোভাযাত্রা করেছে বিএনপি। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার শেরপুর, ঝিনাইদহ, লালমনিরহাট, নাটোর ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলা সদরে মিছিল করেছে নেতাকর্মীরা।