দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৭ আগস্ট) বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় চলমান পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না।

তারেক রহমান বলেন, আজ গণতন্ত্র মুক্ত হয়েছে, ঐক্যবদ্ধ আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে। প্রমাণ হয়েছে ঐক্যবদ্ধ থাকলে যেকোনো অপশক্তিকে রুখে দেয়া যেতে পারে।

তিনি বলেন, গণতন্ত্রের পক্ষে এবার ছাত্র জনতার পাশে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছে। এজন্য ৫ আগষ্ট আরেকটি বিষয় হয়েছে।

তারেক রহমান বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিকল্পিতভাবে পুলিশের মধ্যে নৈরাজ্য তৈরির চেষ্টা চলছে। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের চেষ্টা করছে।

প্রশাসনকে উদ্দেশ্যে করে তারেক রহমান বলেন, শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজ নিজ এলাকায় সকল ধর্মের মানুষের পাশে দাঁড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করুন, ঢাল হয়ে দাঁড়ান।

তিনি বলেন, কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না, প্রতিহিংসা পরায়ণ হবেন না। সামনের দিনগুলোতে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। মুক্তিযুদ্ধের মূলমন্ত্রে দেশ গঠনের চেষ্টা করতে হবে। সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনে বাংলাদেশের জন্য নিরাপদ দেশ গঠন করা যাবে।