দুই কোরিয়ার মধ্যে সংযোগ সড়ক উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। সড়কটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বিষয়টি প্রথমে নিশ্চিত করলেও পরে উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনী সড়ক উড়িয়ে দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বার্তায় দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, মধ্যদুপুরের দিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগ থাকা উত্তর কোরিয়ার উত্তরাঞ্চলের রাস্তা এবং রেললাইনের কিছু অংশ বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। এর জবাবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সীমান্ত রেখার দক্ষিণ অংশে সতর্কীকরণ গুলি ছুড়ে।
যদিও বিস্ফোরণে সিউলের সীমান্তের অংশে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। উত্তর কোরিয়া এরই মধ্যে সীমান্ত বরাবর এলাকায় ভূমিমাইন পাতছে এবং বেষ্টনি দিচ্ছে। সোমবার তাদেরকে ভারি যন্ত্রপাতি দিয়ে বাড়তি কিছু কাজও করতে দেখা গেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জেসিএস।
উত্তর কোরিয়া গত সপ্তাহে আন্তঃকোরিয়া সড়ক এবং রেলওয়ে পুরোপুরি বিচ্ছিন্ন করা এবং নিজেদের সীমান্তের অংশের নিরাপত্তা আরও জোরদারের অঙ্গীকার করার পর বিস্ফোরণে সড়ক ও রেলের একাংশ উড়িয়ে দেওয়ার এই পদক্ষেপ নিল।
এদিকে, চলতি সপ্তাহে প্রায় ১৪ লাখ তরুণ সেনাবাহিনীতে যোগদানের জন্য আবেদন করেছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। তাদের মধ্যে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে দেশটির প্রধান যুব সংগঠন ইয়ুথ লিগের সদস্যরাও রয়েছে।
সড়ক ও রেল উড়ানোর ঘটনার পর দক্ষিণ কোরিয়া সীমান্তে নজরদারি এবং প্রস্তুতি জোরদার করেছে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার ১৯৫০-৫৩ সালের যুদ্ধ একটি যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হওয়ার পরও কার্যত এখনও দুই দেশ যুদ্ধের মধ্যেই আছে।