রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক এবং এর আশপাশের এলাকা দখলে নিয়ে রেখেছে ছাত্র-জনতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার (১৪ আগস্ট) রাত থেকেই শিক্ষার্থীরা ধানমন্ডি ৩২ নম্বরের সড়ক দখলে নেয়।
বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্তও বহু শিক্ষার্থী ও জনতাকে ওই এলাকা দখলে রাখতে দেখা গেছে। তাদের অবস্থানের কারণে বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করতে পারেননি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী।
এদিকে যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ ১৫ই আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী। তবে এবার ভিন্ন প্রেক্ষাপটে এসেছে ১৫ই আগস্টের দিনটি। টানা ১৫ বছর পর এবারই প্রথম দিনটি রাষ্ট্রীয়ভাবে ও জাতীয় শোক দিবস হিসেবে পালন হচ্ছে না।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। এদিন ৩২ নম্বরের এই বাড়িতে আগুন দেওয়া হয়।
এর পর গত মঙ্গলবার অন্তর্র্বতীকালীন সরকার ১৫ই আগস্টের সরকারি ছুটি বাতিল করে।