অনেকের পায়ের নখের রং কালচে বা হলুদ হয়। তবে কখনও ভেবেছেন নখের রং বদলে গেল কেন? শরীরের সুস্থতার বিষয় এমনকি কোন রোগে ভুগছেন, সেটি বলে দেয় বদলে যাওয়া পায়ের নখের রং। শুধু পায়ের নখই নয়, হাতের নখ দেখেও বলে দেওয়া যেতে পারে শরীর কেমন আছে। তবে নানা কারণে নখের স্বাভাবিক রং বদলে যেতে পারে।

জেনে নিন নখের কোন রং কোন রোগের ইঙ্গিত দেয়

>> নখের কোণে লাল বা কমলা হয়ে থাকা কোনো অসুখের কারণ নয়। সাধারণত নেলপলিশের কারণে এমন রং হয়। নখের কোণে ঘাম বা জমে থাকা অন্য ধুলা-ময়লার সঙ্গে নেলপলিশের বিক্রিয়া ঘটলে এরকম রং হয়।

>> নখ কালচে হলুদ হয়ে যাচ্ছে? এর পিছনে থাকতে পারে ছত্রাক জাতীয় সংক্রমণ। এই ধরনের সংক্রমণে নখের রং হলুদ হয়ে যায়। শত চেষ্টা করেও নখের রং এক্ষেত্রে সাদা করা যায় না।

>> অনেকের নখই বেগুনি বা কালচে নখ?হয়ে যায়! বেশিরভাগ ক্ষেত্রে এর কারণ নখে ধাক্কা লাগা। পায়ে ভারী কিছু পড়ে গেলে বা ছোট মাপের জুতো পরলে এমন হতে পারে।

>> আবার কোনো কারণ ছাড়াই যদি নখের রং কালচে হয়ে যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ কিডনির সমস্যায় এমন হতে পারে। লিভারের সমস্যাও এর কারণ হতে পারে।

>> নখের রং একেবারে হলদেটে হলে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। লিম্ফিডেমা নামক রোগে এমনটা হয়।

>> এ ছাড়াও ফুসফুসের নানা সমস্যাতেও পায়ের নখের রং হলুদ হয়ে যেতে পারে।

>> আবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করলেও পায়ের নখের রং ধীরে ধীরে হলুদ হয়। তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।