নগরজুড়ে কোরবানি দেওয়া শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বুধবার (২১ জুলাই) সকাল সাতটায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হওয়ার পর থেকে পশু জবাই শুরু হয়।

এই পশু জবাইয়ের মাধ্যমে মনের পশুকে কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন মুসলমানরা। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

সকালে সেগুনবাগিচা এলাকায় দেখা গেছে, নামাজ শেষে অনেকেই পরিবার-পরিজন নিয়ে কোরবানি দিতে শুরু করেন। এ ছাড়া নামাজ আদায়ের মাধ্যমে সবাই কোরবানির পশু জবাই দেওয়ার শুরু করবেন। তবে অধিকাংশ মানুষ সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে কোরবানি না দিয়ে নিজেদের বাসার আঙিনায় পশু জবাই দিয়েছেন। পশু জবাই দেওয়ার পর রক্ত পানি দিয়ে ধুয়ে দিতে দেখা গেলেও বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কোরবানির পশুর বর্জ্য তার পরিচ্ছন্নতাকর্মীদের হাতে দেওয়ার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন। এসময় তিনি আরও বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যাতে নগর পরিষ্কার করা যায় সেজন্য তিনি নগরবাসীর সহযোগিতা চান।