রাজধানীর গুলশানের ব্র্যাক আইটি সার্ভিস লিমিটেডের অফিসে চুরি করে একটি চক্র। শরীরে তেল মেখে গ্রিল কেটে ঢুকতে সুবিধা হবে বলে চুরির সময় পুরোপুরি বিবস্ত্র ছিল চক্রের চার সদস্য। সিসিটিভির ফুটেজে ধরা পড়ে এ দৃশ্য। আর তা দেখে চারজনকেই গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। উদ্ধার করেছে ১২টি চোরাই ল্যাপটপ।

সোমবার বিকালে ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার চোর। দীর্ঘদিন গুলশান, বনানী, গাজীপুরের গাছা ও টঙ্গীর পশ্চিম থানা এলাকায় চুরি করে আসছিল তারা। ১৪ নভেম্বর তাদের গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো—নুরু জামাল, আসলাম জমাদার, রফিকুল ইসলাম ওরফে রউফ ও মো. খোকন মল্লিক। ময়মনসিংহ ও গাজীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ১২টি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়।

গুলশান থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসান বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গ্রেফতারকৃতদের অবস্থান শনাক্ত করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।