নতুন একটি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক চালুর পরিকল্পনা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই প্ল্যাটফর্মের নাম হবে ট্রুথ সোশ্যাল। ট্রাম্প বলেছেন তার এই প্লাটফর্ম বড় প্রযুক্তি কোম্পানিগুলোর অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াবে। এই কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে বিরোধী কণ্ঠগুলো রোধ করছে বলে অভিযোগ করেন তিনি।

এছাড়াও ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলোজি গ্রুপ (টিএমটিজি) সাবস্ক্রিপশন ভিত্তিক ভিডিও সেবা চালুর ইচ্ছা পোষণ করেছে। এই কোম্পানির চেয়ারম্যান ডোনাল্ড ট্রাম্প নিজেই।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পর টুইটার এবং ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে নিষিদ্ধ কিংবা বহিষ্কৃত হন। এরপর থেকেই তিনি এবং তার উপদেষ্টারা প্রতিদ্বন্দ্বি সোশ্যাল মিডিয়া সাইট খোলার পরিকল্পনার ইঙ্গিত দিয়ে আসছিলেন।