বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে চিঠি দেবে বিএনপি। শনিবার দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় তিনি অভিযোগ করে বলেন, চক্রান্তকারীরা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক উদ্যোগে আশার সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে, দেশে ও বিদেশে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিভ্রান্তির সংবাদ প্রচার করা হচ্ছে। সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনার সাথে বিএনপি জড়িত নয়।
তিনি বলেন, নতুন স্বাধীনতা নস্যাৎ করার চক্রান্ত শুরু হয়েছে। এর নিন্দা জানাচ্ছি। এ সময় বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার জন্য জাতিসংঘের কাছে নিরপেক্ষ তদন্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেয়া হবে। এছাড়া ইউএই তে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তির জন্যও চিঠি দেয়া হবে।
বিএনপির মহাসচিব বলেন, সাম্প্রতিক আন্দোলনে যারা শহীদ তাদের প্রতি শ্রদ্ধা জানাই। নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়ে কাজ শুরু করেছেন। বিপ্লবের পর স্বাভাবিক হতে সময় লাগবে। অতি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন।
তিনি সরকারের প্রধানসহ সকল উপদেষ্টাকে ধন্যবাদ জানান। বলেন, যা করছেন তাতে জাতির আশার সৃষ্টি হয়েছে।