রাজধানী ঢাকাসহ সারাদেশে কিছুটা বেড়েছে তাপমাত্রা। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫ দশমিক শূন্য ডিগ্রি সেলিসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। আর দিনাজপুরে গতকাল তাপমাত্রা ছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তবে একদিনের ব্যবধানেও দেশের সর্বনিু তাপমাত্রা আজ দিনাজপুরে রেকর্ড করা হয় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সে হিসেবে আজ ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে।
আবহাওয়া অফিস বলছে, দেশের উত্তরে ঠান্ডা থাকবে। তবে কুমিল্লা ও মৌলভীবাজার জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। অন্যদিকে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শীতের প্রকোপ আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তাপমাত্রা বাড়লেও কুয়াশার চাদর এখনই কাটছে না। রোববার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল ব্যাহত হতে পারে।
আবহাওয়া দপ্তরের তথ্যমতে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।