ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২১শে জুন) বাংলাদেশ সময় বিকাল ৪টায় তার বহনকৃত বিমানটি নয়াদিল্লির পালাম বিমান বন্দরে অবতরণ করে।

এর আগে, দুপুর ২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

ভারতে নতুন সরকার গঠনের পর এটিই কোনো বিদেশি প্রধানমন্ত্রীর প্রথম সফর। ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান বিমান বন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান।

সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেয়ার তাগিদ পুনর্ব্যক্ত হবে বলে মনে করেন বিশ্লেষকরা। একই সাথে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপট ও ভূ-রাজনীতিও প্রাধান্য পেতে পারে বৈঠকে। চীন সফরের আগে এই সফরকে ভারসাম্য রক্ষার বলেও মনে করছেন বিশ্লেষকরা।

এই সফরে তিস্তাসহ দ্বিপাক্ষিক কিছু প্রসঙ্গ বাংলাদেশের প্রধানমন্ত্রী তুলে ধরতে পারেন বলে ধারণা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরের মধ্যে দিয়ে আঞ্চলিক রাজনীতি এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব আবারও ফুটে ওঠবে।

ভারতের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীনে যাওয়ার কথা রয়েছে। বিষয়টি উল্লেখ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, প্রথম সফরটি কিছুটা ভারসাম্য বজায় রাখার সফরও।