নাইজেরিয়ায় একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৭ জনের। দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ২৫ জনকে। খবর রয়টার্সের। মঙ্গলবার (৩ অক্টোবর) দেশটির স্থানীয় প্রশাসন জানায়, দক্ষিণাঞ্চলীয় রিভারস রাজ্যে এ দুর্ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে দুই গর্ভবতী নারীও ছিলেন বলে জানানো হয়েছে।
স্থানীয় ইবা সম্প্রদায়ের নিরাপত্তা প্রধান রুফাস ওয়েলেকেম বলেন, আগুনে পঁয়ত্রিশ জন দগ্ধ হয়েছিলেন ঘটনাস্থলে মারা যান। আহত অবস্থায় দুই জন হাসপাতালে ভর্তি হলেও সকালে তারাও মারা যান। ইতোমধ্যে নিহতদের স্বজনরা কয়েকজনকে শনাক্ত করে দাফনের জন্য নিয়ে গেছেন।
তেল-সমৃদ্ধ নাইজার ডেল্টা অঞ্চলে অবৈধ তেল পরিশোধন একটি সাধারণ ঘটনা। দেশটির স্থানীয় দরিদ্ররা লাভের আশায় প্রধান প্রধান বিভিন্ন তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল চুরির পর সেগুলো অবৈধ শোধনাগারে নিয়ে জমা করে।
আর এসব অবৈধ পরিশোধনাগারে প্রায়শই বিস্ফোরণ, অগ্নিকাণ্ডসহ নানা দুর্ঘটনা ঘটে। এতে প্রাণহানিও ঘটে অনেক।