নাইজেরিয়ার একটি গ্রামে বন্দুকধারীর গুলিতে ৩০ জন নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে দেশটির নাইজার প্রদেশের ডেমো গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। এ সময় গ্রামটির আরও অনেককে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলে এক বিবৃতিতে জানায় নাইজার প্রদেশ পুলিশের মুখপাত্র ওয়াশিও আবিদুন।
ওই মুখপাত্র বলেন নাইজারের কাসওয়ান ডাজি মার্কেটে লুটপাট চালিয়ে অনেক দোকানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদশীরা জানায়, বন্দুকধারীরা মোটরসাইকেলে এসে নির্বিকারে গুলি চালায়। এমনকি তারা নারী ও শিশুদেরকেও ছাড় দেয়নি। এ সময় স্থানীয় বাসিন্দা দাউদ শাকুল্লে নামে একজন পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। তিনি ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, যখন এ হামলার ঘটনা ঘটে, তখন গ্রামটিতে কোনো নিরাপত্তারক্ষী ছিল না।
এর আগে, উত্তর নাইজেরিয়ার একটি ক্যাথলিক বিদ্যালয় থেকে তিন শতাধিক স্কুল শিক্ষার্থী এবং শিক্ষককে অপহরণ করা হয়। পরে তাদেরকে একমাস বন্দি থাকার পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। সাম্প্রতিক মাসগুলোতে নাইজার প্রদেশে বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটছে। এসব সন্ত্রাসী হামলার মোকাবেলা করতে বেগ পেতে হচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের।












