স্পেনের নারী ফুটবল দল তাদের ফুটবল ইতিহাসে নতুন এক নজির স্থাপন করেছে। প্রথমবারের মতো পৌঁছে গেছে বিশ্বকাপের ফাইনালে। বিশ্বকাপে এর আগে কেবল দুই আসর খেলারই অভিজ্ঞতা ছিল। শেষ ষোলোতে ওঠাই ছিল তাদের সর্বোচ্চ সাফল্য। কিন্তু এবারের আসরে নতুন ইতিহাস গড়ে ফাইনাল খেলতে যাচ্ছে স্পেন।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট, ২০২৩) বিকেলে অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শেষ মুহূর্তের ঝড়ো তিন গোলের ম্যাচে ২-১ ব্যবধানে সুইডেনকে হারিয়ে ফাইনালে উঠে স্পেনের মেয়েরা। শিরোপা জয়ের লড়াইয়ে তারা অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মুখোমুখি হবে।

ম্যাচের শুরু থেকেই প্রতিপত্তি ধরে রাখা স্প্যানিশরা নিজেদের দখলে বল রাখে পুরো ম্যাচের ৬৩ শতাংশ সময়। এর ভেতর প্রতিপক্ষের জাল লক্ষ্য করে ১৩টি শট করে তারা। এই ১৩ শটের ভেতর কেবল দুটি ছিল লক্ষ্যে। সেই দুটিতেই হয় গোল।

বিপরীতে সুইডিশরা স্পেনের বক্সে ছয়বার আঘাত হানলেও তার ভেতর ৩টি ছিল লক্ষ্যে।

প্রথমার্ধের চতুর্দশ মিনিটে স্প্যানিশদের সামনে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ আসলেও সেটিতে ব্যর্থ হয় তারা। এরপর ৪২ তম মিনিটে ফিরতি সুযোগ পেয়ে সেটি হাতছাড়া করে সুইডেন।

গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ করার পর ম্যাচের ৮১তম মিনিটে গিয়ে ডেডলক ভাঙেন স্প্যানিশ ফরোয়ার্ড সামলা সেলেস্তে। সাত মিনিট বাদেই স্পেনের জাল কাঁপিয়ে সমতায় সুইডেনকে সমতায় ফেরান স্ট্রাইকার রেভেকা ব্লমকিভিস্ট।

তবে পরের মিনিটেই ফের সুইডিশ জালে আছড়ে পড়ে স্পেনের বল। স্প্যানিশ ডিফেন্ডার ওলগা কারমোনার গোলে দ্বিতীয় দফায় এগিয়ে যায় স্পেন। আর সেই গোলেই ইতিহাস গড়া জয় নিশ্চিত হয় তাদের। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে স্প্যানিশ মেয়েরা।