আজ (১৩ অক্টোবর) ক্রিকেটার লিটন কুমার দাসের জন্মদিন। লিটন বাংলাদেশ ক্রিকেট দলের একজন নির্ভরযোগ্য উইকেট-কিপার ও ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন। ২০১৫ সালের জুন মাসে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই ব্যাটসম্যানের। অমিত প্রতিভাধর এই ব্যাটার বাংলাদেশের পক্ষে অনেকগুলো দৃষ্টি নন্দন ইনিংস উপহার দিয়েছেন।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেছেন (১৭৬)। ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সবচেয়ে কম বলে অর্ধশতক রান গড়ার র্কীতি গড়েন তিনি (১৮ বলে)। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের নির্ভর যোগ্য ওপেনার তিনি।  ১৯৯৪ সালের এইদিনে জন্মগ্রহণ করেন তিনি।

লিটন দাসের শুরু বিকেএসপিতে। বয়স ভিত্তিক দলের হয়ে খেলেছেন। ২০১২ ও ২০১৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেন তিনি । ২০১৬-১৭ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ১৪ ম্যাচে ৭৫২ রান করে সর্বাধিক রান করেন এই ব্যাটার। ২০১৮ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে, দাস তার প্রথম ওডিআই সেঞ্চুরি করেন এবং ১২টি বাউন্ডারি এবং ২ ছক্কার সাহায্যে ১২১(১১৭) করেন।

শেষ বলে বাংলাদেশ ম্যাচ হারলেও ওই ম্যাচে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচন হন। ২০২১ সালের নভেম্বরে, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে, লিটন টেস্ট ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি করেন। প্রতিভাবান এই ব্যটারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তরা।