নাটোরের নলডাঙ্গার হালতিবিলে বজ্রপাতে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। এদের মধ্যে গুরুতর অবস্থায় সেন্টু নামের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সকালে নলডাঙ্গা উপজেলার হালতিবিলের বিশা ও খোলাবাড়িয়া এলাকায় নৌকা নিয়ে চারজন শামুক তুলতে যায়। এ সময় নৌকার উপর বজ্রপাত হলে আবু রায়হান ঘটনাস্থলেই মারা যায়। অপর তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে আব্দুল মোমিনকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল মোমিন খোলাবারিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে এবং আবু রায়হান পাশের নওগাঁ জেলার আত্রাই উপজেলার ক্ষুদ্র বিশা গ্রামের সাদেক আলীর ছেলে।

এছাড়া গুরুতর আহত সেন্টু, মকবুল হোসেনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় সেন্টুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

আহত সেন্টু একই এলাকার কাফাজ উদ্দিনের ছেলে এবং মকবুল হোসেন রংপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে হালতিবিলে দুজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।