আগুন নেভাতে যাওয়ার সময় প্রাণ গেল ফায়ার সার্ভিসের গাড়ির চালক ও দুই পথচারীর। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় বেলা ১১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে উদ্ধারকাজে যাওয়ার পথে নারায়ণগঞ্জের চাষাড়ায় ফায়ার সার্ভিসের গাড়ির চালক অজ্ঞান হয়ে যায়। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহি বাস, একটি প্রাইভেটকার ও তিনটি অটোরিকশাকে চাপা দেয়। এসময় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের গাড়ির চালক এবং গাড়িচাপায় দুই পথচারী মারা যান। আহত হন বেশ কয়েকজন।
আহতদের উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নারায়ণগঞ্জ উপজেলার ফতুলার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে ফকির এ্যাপারেলসে আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। ফায়ার সার্ভিসের গাড়িটি শহরের চাষাঢ়া সান্তনা মার্কেটের সামনে এলে ফায়ার সার্ভিসের গাড়ি চালক জাহাঙ্গীর অজ্ঞান হয়ে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যাত্রীবাহি বাস, একটি প্রাইভেটকার, তিনটি ব্যাটারী চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে এক পথচারী মারা যান। এসময় অটোরিকশার ৮ যাত্রী আহত হন।
এ বিষয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের খবর পেয়ে চালক জাহাঙ্গীর আলম ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে বিসিকের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তার সঙ্গে থাকা কর্মী জানিয়েছেন , পথে চাষাঢ়ায় চালক হঠাৎ অজ্ঞান হয়ে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে দুই পথচারী নিহত হয়। চালক জাহাঙ্গীর আলম হার্ট এটাক করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর প্রতিবেদনে নিশ্চিত কারণ জানা যাবে।