রাজধানীর গুলশানে ১২তলা একটি ভবনের ৯তলা থেকে পড়ে সানা রেজওয়ান সেলিম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন পরিবারের বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, গুলশান-২ নম্বরের ৪১ নম্বর রোডের ৪২ নম্বর বাসার ৯তলার রেলিং থেকে নিচের পড়ে যায় শিশুটি। এটা তাদের নিজেদের বাড়ি। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, নিহত সানা উত্তরা সানবিম স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়তেন। নিহতের বাবা রেজওয়ান সেলিম একজন গার্মেন্টস ব্যবসায়ী। তবে কীভাবে সে গভীর রাতে নিচে পড়ে গেল জানা যায়নি। সে অসাবধানতাবশত পড়েছে নাকি লাফ দিয়েছে, সেটা এখনও পরিস্কার নয়। আমরা তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।