নারী ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আজ বুধবার (১৬ আগস্ট) স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কেটেছে তারা। আক্রমণ পাল্টা আক্রমণে দু’দলই খেলা জমিয়ে তোলে শুরু থেকে। ৩৬ মিনিটে ইংল্যান্ড এগিয়ে যায়।
বিরতির পর স্বাগতিক অস্ট্রেলিয়া ম্যাচে সমতা আনে। ৭১ ও ৮৬ মিনিটে স্বাগতিক সমর্থকদের হতাশ করে ইংল্যান্ড আরো দুই গোল পায়। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে অস্ট্রেলিয়া নারী দল।
ফলে সহজ জয় নিয়ে প্রথমবারের মতো ইংল্যান্ড নারী দল বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠে।
আগামী ২০শে আগস্ট ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ স্পেন।