চট্টগ্রামে খালে পড়ার প্রায় ১৫ ঘণ্টা পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে আসাদগঞ্জের চাক্তাই খাল থেকে তার নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে শুক্রবার (১৮ এপ্রিল) রাত নয়টায় রিকশায় বাসায় ফেরার পথে রিকশা নালায় পড়ে যায় হারিয়ে যায় শিশুটি।
ওই রিকশায় ভুক্তভোগী শিশুর মা ও নানি ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন। দুর্ঘটনার পর মা ও নানি উঠতে সক্ষম হলেও তলিয়ে যায় ৬ মাস বয়সী ওই শিশুটি। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করতে থাকে। পরে তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং সিটি কর্পোরেশনের কর্মীরাও। রাতভর অভিযানে শিশুটির হদিস মেলেনি।
তাকে উদ্ধারে প্রথমে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এবং পরে নৌবাহিনী কাজ করে।শিশুটিকে উদ্ধারে নালার বর্জ্য অপসারণে যোগ দেয় সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরাও। কিন্তু, স্রোতের টানে শিশুটি বহূদূরে চলে যাওয়ায় রাতে খোঁজ মেলেনি।
প্রায় ১৪ ঘণ্টা পর কয়েক কিলোমিটার দূরে চাকতাই খালে আজ সকালে তার লাশ পান স্থানীয়রা।