রেললাইন কেটে ট্রেনে নাশকতা ও বাসে আগুন নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। দেশের মানুষকে ভয় ভীতির মধ্যে রাখতে বিএনপি জামাত এই নাশকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন কোন কিছুতেই ভোট আটকানো যাবে না। এসময় দেশবাসীকে তিনি সতর্ক থাকার আহবান জানান।

আগামী নির্বাচনে ভোট দিতে জনগণ উন্মুখ মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে সামনে রেখে সারা দেশে তারা যতই নাশকতা করুক, মানুষ কিন্তু নির্বাচনমুখী হয়েছে। মানুষ এখন নির্বাচনমুখী, মানুষ ভোট দিতে উন্মুখ। আজকে গ্রামে-গঞ্জে ভোটারদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

তিনি বলেন, এই নির্বাচন আমাদের সফল করতে হবে। এই নির্বাচন শান্তিপূর্ণ করতে হবে এবং ব্যাপক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে আমরা আমাদের পার্টি, আমাদের সমমনা দলগুলো সবাই আলাপ-আলোচনা করে যাচ্ছি।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন আমাদের সফল করতে হবে, শান্তিপূর্ণ করতে হবে। নির্বাচনে ব্যাপক ভোটারের উপস্থিতি হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র আরও পারফেক্ট হবে, পরিপূর্ণতা পাবে।

সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় যথাসময়ে নির্বাচন হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষকে ভয় ভীতির মধ্যে রাখতে বিএনপি ও তার দোসররা চক্রান্ত করছে। তারা যতই ষড়যন্ত্র করুক, মানুষ নির্বাচনমুখী। গ্রামগঞ্জে ভোটাররা উৎসবমুখর পরিস্থিতির মধ্যে রয়েছে।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।