চির প্রতিদ্বন্দ্বি ব্রাজিলকে চার গোলে উড়িয়ে দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে নিল আর্জেন্টিনা। বুধবার (২৬ মার্চ) বুয়েনস আয়ার্সে মেসিবিহীন আর্জেন্টিনাই ব্রাজিলকে নাস্তানাবুদ করে জালে পাঠাল এক হালি গোল। চিরপ্রতিদ্বন্দ্বীদের লজ্জায় ভাসিয়ে দেয়ার আগেই অবশ্য যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।
লাতিন আমেরিকার সবচেয়ে ঐতিহ্যবাহী লড়াইগুলোর একটি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। বিশ্ব ফুটবলেও এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে উন্মাদনার কমতি নেই। যখনই তারা মুখোমুখি হয়, ফুটবল বিশ্ব যেন দুই শিবিরে বিভক্ত হয়ে যায়। ম্যাচের প্রথমার্ধেই অনেকটা গল্প লেখা হয়ে গিয়েছিল এই ম্যাচের জন্য। শুরুর ২০ মিনিটের মাঝেই ব্রাজিলের জালে আর্জেন্টিনার দুই গোল। ৪৫ মিনিট যখন পার হচ্ছে, তখন ব্রাজিল পিছিয়ে ৩-১ গোলে। আর দ্বিতীয়ার্ধে ব্রাজিলের ক্ষতটা আরেকটু বাড়িয়ে দেন বদলি নামা গুইলিয়ানো সিমিওনে।
পূর্ণশক্তির দল নিয়েই প্রতিপক্ষের মাঠে নেমেছিল ব্রাজিল। জেতার মিশনে মাঠে নেমে ১২ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়ে সেলেকাওরা। অবশ্য প্রথমার্ধের অনেকটা সময় বাকি থাকতেই ব্রাজিলের খেলায় ফেরার সম্ভাবনা তৈরি হয় ম্যাথিয়াস কুনহার গোলে। ম্যাচের ২৬তম মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরো বল পায়ে পজিশন হারান কুনহার প্রেসিংয়ের কাছে। সেখান থেকে ঠান্ডা মাথায় ফিনিশিং করেন ইংলিশ ক্লাব উলভসে দারুণ সময় কাটানো এ ফরোয়ার্ড।
ম্যাচের ৩৭তম মিনিটে কর্নার থেকে ফেরত আসা বলে মাপা এক চিপ করেন এনজো ফার্নান্দেজ। ৬ গজের ছোট বক্সের সামনে তাতে আলতো পা ছুঁয়ে ব্যবধান ৩-১ করেন লিভারপুল স্টার ম্যাক অ্যালিস্টার। এরপর দ্বিতীয়ার্ধে ব্রাজিলের ক্ষতটা আরেকটু বাড়িয়ে দেন বদলি নামা গুইলিয়ানো সিমিওনে; ৬৮ মিনিটে আলমাডার বদলি হিসেবে নামার পর মাত্র তিন মিনিট সময় নেন স্কোরশিটে নাম লেখাতে।
নিজেদের অর্ধ থেকে এনজো ফার্নান্দেজের তড়িৎগতির ফ্রি-কিক খুঁজে নেয় টালিয়াফিকোকে। সেখান থেকে বক্সে পাস ছিল ম্যাক অ্যালিস্টারের দিকে। আর্জেন্টাইন এই মিডফিল্ডার মিস করলেও বল যায় সিমিওনের দিকে। দূরহ কোণ থেকে তার নেয়া শট ঠেকাবার কোনো উপায় ছিল না বেন্তোর সামনে। স্কোরলাইন তখন ৪-১। ২০১২ সালে লিওনেল মেসির হ্যাটট্রিক করা সেই ম্যাচের পর এবারই প্রথম আলবিসেলেস্তেদের কাছে ৪ গোল হজম করল ব্রাজিল।
এই ম্যাচের আগেই বলিভিয়া ও উরুগুয়ের গোলশূন্য ড্রয়ের সুবাদে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। তারা এখন ৩১ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে অবস্থান করছে।
অন্যদিকে, ব্রাজিল ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে, তবে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা প্যারাগুয়ে ও কলম্বিয়া। যদিও ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বাদ পড়ার সম্ভাবনা এখনো কম, তবে সাম্প্রতিক পারফরম্যান্স দলটির কোচ, ম্যানেজমেন্ট এবং সমর্থকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।