যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুরিকাঘাতের শিকার হয়েছেন বুকারজয়ী লেখক সালমান রুশদি। ঘটনার পরই তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১২ই আগস্ট) চৌতাকুয়া ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে মঞ্চে ভাষণ দেওয়ার সময় পঁচাত্তর বছর বয়সী রুশদির ওপর হামলা চালায় এক দুষ্কৃতকারী।
হামলার পর সঙ্গে সঙ্গে গোটা হলরুম খালি করে দেওয়া হয়। নিউইয়র্ক পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার করা হয়েছে হামলাকারীকে। পুলিশ হেফাজতে রয়েছেন হামলাকারী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হচ্ছে, সালমান রুশদীকে যখন একটি বক্তৃতার জন্য পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল, তখন একজন লোক মঞ্চ উঠে এই হামলা চালায়।
১৯৮৮ সালে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক ‘স্যাটানিক ভার্সেস’ বই লিখে বিতর্কে চলে আসেন সালমান রুশদী। এর আগেও তিনি হামলার শিকার হয়েছিলেন। বর্তমানে সালমান রুশদীর অবস্থা কি, তা জানা যায়নি।