নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ক্রিস হিপকিন্সের নাম চূড়ান্ত করেছে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টি। আগামী বুধবার ( ২৫শে জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বিদায়ী প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডানের স্থলাভিষিক্ত হওয়ার জন্য একমাত্র প্রার্থী ছিলেন ৪৪ বছর বয়সী এই রাজনীতিক। রোববার লেবার পার্টির শীর্ষ বৈঠকে সদস্যদের সর্বসম্মত সমর্থন পান ক্রিস হিপকিন্স।

এ সময় ক্রিস বলেন, জীবনের সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। দলীয় নেতাকর্মীদের ভালোবাসা এবং বিশ্বাসের সর্বোচ্চ মূল্য দিয়ে চলমান অর্থমন্দা থেকে জনগণকে রক্ষা করার প্রতিশ্র“তিও দেন ক্রিস। এতদিন দেশটির পুলিশ, শিক্ষা ও জনসেবা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

এরআগে, গত বৃহস্পতিবার (১৯শে জানুয়ারি) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন জেসিন্ডা আরডার্ন।