রাশিয়া, আমেরিকা এবং চিনের পরে বিশ্বে চতুর্থ দেশ হিসেবে মহাকাশে নিজেদের স্পেস স্টেশন তৈরি করতে যাচ্ছে ভারত। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন, ২০৩৫ সালের মধ্যেই স্পেস স্টেশনটিকে মহাকাশে পাঠানোর ব্যবস্থা করা হবে, ইতোমধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি পর্ব।
ভারতের নিজস্ব স্পেস স্টেশনে কী ধরনের প্রযুক্তির ব্যবহার করা হবে তা নিয়ে কাজ শুরু করে দিয়েছে ইসরো। এই স্পেস স্টেশনটিকে নিম্ন কক্ষপথে অবস্থান করানো হবে। নাম রাখা হবে ‘ভারতীয় অন্তরীক্ষ স্টেশন’। স্পেস স্টেশনের ভিতরে দুই থেকে চার জন থাকার ব্যবস্থা করা হবে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিরুঅনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে চার জনের নাম ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারা হলেন গ্রুপ ক্যাপ্টেন বালাকৃষ্ণণ নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণণ এবং গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল। যে কোনও প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় দক্ষতা বাড়াতে বেঙ্গালুরুতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের।
প্রাথমিক ভাবে অনুমান করা হয়েছে, এই স্পেস স্টেশনের ওজন ২০ হাজার কিলোগ্রাম থেকে চার লক্ষ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। স্পেস স্টেশনের জন্য উন্নত মানের ডকিং পোর্টও নির্মাণ করবে ইসরো। স্পেস স্টেশনে এমন প্রযুক্তির ব্যবহার করা হবে যা অক্সিজেন প্রস্তুতের পাশাপাশি কার্বন-ডাই-অক্সাইড নির্গমন করতে পারবে।