চরম উত্তেজনার মধ্যেই নজিরবিহীন এক ঘটনার জন্ম দিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। শত্রু নয়, বরং নিজ দেশের মধ্যেই এক আবাসিক এলাকায় বিমান হামলার মতো ঘটনা ঘটিয়েছে তারা। শুক্রবার (২৫ এপ্রিল) মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরী জেলার এক বাড়িতে আকাশ থেকে ভারী ধাতব বস্তু পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ভারতীয় বিমানবাহিনী এ ঘটনাকে “অসাবধানতাবশত বায়বীয় স্টোর ড্রপ” বলে বর্ণনা করেছে।
এদিন সকাল ১১টার দিকে স্থানীয় শিক্ষক মনোজ সাগরের বাড়ির ছাদে আকস্মিকভাবে একটি ভারী ধাতব বস্তু পড়ে। বিস্ফোরণের মতো শব্দ হয়, ফেটে যায় ছাদ, উঠানে তৈরি হয় বিশাল গর্ত। ক্ষতিগ্রস্ত হয় বাড়ির দুটি কক্ষ এবং পাশে পার্ক করা একটি গাড়ি। তবে সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি।
ঘটনার পরপরই আইএএফ এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানায়, বিমান থেকে একটি “অ-বিস্ফোরক বায়বীয় স্টোর” অসাবধানতাবশত পড়ে যায়। সম্পত্তির ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করে তারা জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
শিবপুরীর সাব-ডিভিশনাল পুলিশ অফিসার প্রশান্ত শর্মা বলেন, “বস্তুটি অত্যন্ত শক্ত এবং এতে পোড়ার চিহ্ন রয়েছে। এটি কোথা থেকে এসেছে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব হবে তদন্তের পর।”
এদিকে, শিবপুরী থেকে প্রায় ১২৫ কিমি দূরে অবস্থিত গোয়ালিয়র বিমানঘাঁটি কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় প্রশাসন যোগাযোগ করেছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এমন ঘটনা ভারতীয় সামরিক বাহিনীর নিরাপত্তা প্রটোকল নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।