প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে যথাসাধ্য চেষ্টা করছে সরকার। বাজারে ডিমের সরবরাহ বাড়াতে সাড়ে নয় কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে। এজন্য শুল্ক ছাড় দেওয়া হয়েছে। খামারীরা যাতে সরাসরি বাজারে ডিম সরবরাহ করতে পারে সে উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৭ই নভেম্বর) জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন।

তিনি বলেন, মানুষ যাতে স্বল্প মূল্যে কৃষি পণ্য কিনতে পারে সেজন্য রাজধানীসহ বিভিন্ন স্পটে সরকারি কিছু পণ্য বিক্রি করা হচ্ছে। টিসিবির মাধ্যমে ১ কোটি নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডের মধ্যে ৫৭ লাখকে স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছে।

ড. ইউনূস বলেন, চাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ও দাম যাতে স্বাভাবিক থাকে এজন্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাথে নিয়মিত বৈঠক করে যাচ্ছে।