ঢাকা রেলওয়ে স্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস এর লাইনচ্যুত ৩টি বগি উদ্ধার করা হয়েছে। প্রায় ৭ ঘন্টা পর বগি তিনটি উদ্ধার করা হয়েছে। ফলে সকাল নটা থেকে ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে। কিন্তু এর ফলে কয়েকটি ট্রেন ছাড়তে বিলম্ব হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শুক্রবার (২৫ শে অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। সোনার বাংলা এক্সপ্রেস সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকা ছেড়ে গেছে। ট্রেনটি ঢাকা ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল সকাল ৭টা। এ ছাড়া তিস্তা ও এগারসিন্ধুও ঢাকা ছেড়েছে।

এর আগে গত রাত ১২টা ১৫ মিনিটের দিকে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয় কমলাপুর স্টেশন এলাকাতেই। রেললাইন ভেঙে যাওয়ার কারণে ট্রেনের ৩টি বগি লাইন থেকে পড়ে যায়। তবে ওই সময় ট্রেনটি খুব ধীর গতিতে থাকায় যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। দীর্ঘ ৭ ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি সাধারণ সময়ের প্রায় আধা ঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে। প্লাটফর্ম পার হওয়ার ২ মিনিটের মধ্যে ঝাঁকুনি অনুভব হয় এবং ট্রেনটি থামানো হয়। পরে নেমে দেখা যায় ট্রেনের বিভিন্ন কোচের ৩টির মতো বগি লাইনচ্যুত হয়।  ট্রেনের গতি কম ছিল বলে কেউ আহত হয়নি।