পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির পলাতক নেতা তারেক রহমানকে উপযুক্ত সময়ে দেশে ফিরিয়ে এনে তাকে দেয়া আদালতের সাজা কার্যকর করবে সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার তার সাথে দেখা করার পর এ কথা জানান হাছান মাহমুদ। এর আগে তিনি বলেন, বিএনপি সংসদ নির্বাচন বয়কট করে এখন হতাশায় ভুগছে।
বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাত করেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক। প্রায় ১ ঘণ্টার বৈঠক শেষে বৃটিশ হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকদের জানান, নিরাপত্তা, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে ব্রিটেন।
পরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ফলপ্রসু আলোচনা হয়েছে। আদালতের রায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে এনে রায় কার্যকর করবে সরকার।
এর আগে গণঅভুত্থান দিবস উপলক্ষে সকালে পুরান ঢাকার বকশিবাজারের নবকুমার ইনস্টিটিউটে শহীদ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। পরে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি জোট জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে এখন হতাশায় ভুগছে।
তিনি জানান, দুইবছর আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।