সঠিক ভোটার তালিকা ছাড়া প্রতিনিধিত্বমূলক সরকার গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল । এ কারণে শুদ্ধ ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন কর্মকর্তাদের। মঙ্গলবার (১০ই মে) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
আগামী ২০শে মে থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে জানিয়ে তিনি বলেন, প্রথম ধাপে ১৪০ উপজেলায় তথ্য সংগ্রহ করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইভিএমে ভোট করার বিষয়ে যে কেউ মতামত জানাতে পারেন। তবে, কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। ৩শ’ আসনে একসাথে ইভিএমে ভোট করার সক্ষমতা ইসির নেই বলেও জানান তিনি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন নিয়ে সরকারের দেওয়া বক্তব্যে কোনো চাপে পড়ছে না কমিশন।
তিনি বলেন, কাউকে ভোটের মাঠে আনা কমিশনের কাজ নয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কমিশনের মূল দায়িত্ব।