নিলামে বিক্রি করা হয়েছে ভারতীয় উপমহাদেশের দক্ষিণের মহীশূর রাজ্যের শাসক টিপু সুলতানের বিখ্যাত তলোয়ার। ব্রিটিশদের সাথে যুদ্ধের জন্য বিখ্যাত এই রাজার তলোয়ারটি বিক্রি হয়েছে অবিশ্বাস্য দামে।

গত মঙ্গলবার লন্ডনের বিখ্যাত সংস্থা বোনহামসের নিলামে উঠেছিল টিপুর এই তলোয়ারটি। বিক্রি হয় ১৪ হাজার পাউন্ডে। বাংলাদেশি টাকায় হিসেব করলে মূল্য দাঁড়ায় প্রায় ১৮৬ কোটি টাকা।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নিলামকারী প্রতিষ্ঠান তলোয়ারটি যে দামে বিক্রির আশা করেছিল, তার চেয়ে সাত গুণ বেশি দামে এটি বিক্রি হয়।

জানা গেছে, একাধিক যুদ্ধে ব্যবহারের পাশাপাশি আত্মরক্ষার কাজেও এই তলোয়ার ব্যবহার করতেন টিপু সুলতান। সর্বক্ষণ তার সঙ্গী ছিল অস্ত্রটি। হিল্টেড লোহা দিয়ে তৈরি এই তলোয়ারের হাতলটি ছিল সোনার। তার মধ্যে নানারকমের লেখা খোদাই করা ছিল। ইসলাম ধর্মের পাঁচটি আদর্শের পাশাপাশি খোদাই করা ছিল সৃষ্টিকর্তার উদ্দেশে বিশেষ প্রার্থনাও। মোঘল কারিগরদের হাতেই তৈরি হয়েছিল এই তলোয়ার। তবে জার্মান প্রযুক্তি অনুযায়ী তলোয়ার তৈরি করা হয়েছিল।

টিপু সুলতান ১৭৮২ থেকে ১৭৯৯ সাল পর্যন্ত ভারতীয় উপমহাদেশের দক্ষিণের মহীশূর রাজ্যের শাসক ছিলেন। নিজের রাজ্য রক্ষায় তিনি এতটাই পরাক্রম দেখিয়েছিলেন যে ‘টাইগার অব মহীশূর’ উপাধি পেয়েছিলেন। তাঁর আমলে ভারতে সবচেয়ে গতিশীল অর্থনীতির রাজ্য ছিল মহীশূর। ১৭৯৯ সালের চৌঠা মে ব্রিটিশ বাহিনী মহীশূরের রাজধানী সেরিঙ্গাপটমে (বর্তমান নাম শ্রীরাঙ্গাপাটনা) আক্রমণ চালিয়ে টিপু সুলতানকে হত্যা করে।

টিপু সুলতানকে হত্যার পর তাঁর প্রাসাদ লুট করে ব্রিটিশ সেনাবাহিনী। প্রাসাদের অন্দরমহলে তলোয়ারটি পাওয়া যায়। ব্রিটিশ মেজর জেনারেল ডেভিড বেয়ার্ডকে তাঁর সাহসের স্মারকস্বরূপ তলোয়ারটি দেয়া হয়।