প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতে কেউ নিষেধাজ্ঞা দিলে তারাও নানা সংকটে পড়বে। শান্তিরক্ষা মিশন কার্যক্রম অব্যাহত রাখতে হলে সেখানে বাংলাদেশের প্রয়োজন হবে বলেও জানান তিনি।

আজ বুধবার (৩ জানুয়ারি) সকালে গণভবনে এডিটরস গিল্ড বাংলাদেশের প্রতিনিধিদের সাথে বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী।

No description available.

শেখ হাসিনা বলেন, গত পনের বছরে সরকার নানামুখি উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়েছে। এসব উন্নয়ন কর্মকান্ডের সুবিধা তৃণমূলের মানুষ পর্যন্ত পৌঁছেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকার কাজ করছে বলে জানান তিনি। বাংলাদেশের মাটি ব্যবহার করে কেউ সন্ত্রাসী কার্যক্রম করতে পারবে না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।