আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বর এবং দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন বিএনপি ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্ররা।

এদিকে ‘অনুমতি ছাড়া’ জমায়েতের ডাক দেওয়া আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ‘বিশৃঙ্খলা’ এড়াতে ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ( ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

রোববার সকাল থেকে জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে, প্রস্তুত রয়েছে পুলিশের সাঁজোয়া যান ও জলকামান।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শনিবার রাত থেকেই তারা এখানে জড়ো হন। সকালেও তাদের অবস্থান নিতে দেখা যায়।

পরে এইদিন সকালে দেখা যায়, গুলিস্তান জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে অবস্থান নেন ছাত্ররা। পাশে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সেখানে সাঁজোয়া যান ও জলকামানের গাড়ি নিয়ে সতর্ক অবস্থানে আছেন পুলিশ সদস্যরা।

সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে। সচিবালয় রোডের সামনে উল্লেখযোগ্য পরিমানে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতি রয়েছে। এ ছাড়া, পুলিশের একটি সাঁজোয়া যানও রাখা হয়েছে।

উল্লেখ্য গত শুক্রবার (৮ নভেম্বর) রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে আওয়ামী লীগ জানায়, রোববার (১০ নভেম্বর) বিকেল তিনটায় শহীদ নূর হোসেনের স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়ে নেতাকর্মীদের সমবেত হওয়ার নির্দেশনা দেয় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বাংলাদেশ।

এর বিপরীতে শনিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে পাল্টা কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইস্থানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।