গাজা যুদ্ধে নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি ইসরাইলকে সহায়তা করার চাইতে ক্ষতিগ্রস্ত বেশি করছে বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, ইসরাইলকে রক্ষা করার অধিকার বেনিয়ামিন নেতানিয়াহুর রয়েছে কিন্তু তার ধ্বংসাত্মক পদক্ষেপের কারণে নিরাপরাধ মানুষ মারা যাচ্ছে – এই বিষয়টি নেতানিয়াহুর বিবেচনায় রাখা উচিত।

বাইডেন আরও বলেন, গাজায় বেসামরিক নাগরিকদের মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। এসময় রাফা শহরের বাসিন্দাদের দুর্ভোগের কথা উল্লেখ করেন তিনি। বলেন, নেতানিয়াহু যা করছেন তা একটি বড় ভুল।

গাজায় হামলা শুরুর প্রথম থেকেই ইসরাইলকে সমর্থন দিয়ে আসছে বাইডেন। কিন্তু গাজার বেসামরিক জনগণকে সুরক্ষা দিতে বাইডেনের কোনও অনুরোধেই নেতানিয়াহু কর্ণপাত করেননি।

তবে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জানান, পবিত্র রমজান মাসে গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করা কঠিন হবে।

আগামী সোমবার বা মঙ্গলবার থেকে গাজায় হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাস শুরু হতে পারে।তবে বিষয়টি পুরোটাই চাঁদ দেখার ওপর নির্ভর করছে।

গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মিসরের রাজধানী কায়রোতে হওয়া আলোচনা ভেস্তে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫৩ জনকে জিম্মি করে। এ ঘটনার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত উপত্যকায় ৩০ হাজারের বেশি মানুষ  নিহত হয়েছে। আহত হয়েছে ৭২ হাজার ১৯৮ জন।