টানা ৮ ম্যাচ জিতে আগেই রাউন্ড রবিন লিগের শীর্ষস্থান আগেই নিশ্চিত করে রেখেছিল ভারত। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে কেবল নিয়ম রক্ষার ম্যাচেও এক বিন্দু ছাড় দিলো না স্বাগতিকরা। আজ বেঙ্গালুরুতে নেদারল্যান্ডের বিরুদ্ধে ১৬০ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিক ভারত। এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হলো বাংলাদেশের।

ভারতের দেওয়া ৪১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়তে পারেননি নেদারল্যান্ডসের ব্যাটাররা। শীর্ষ পাঁচ ব্যাটারের কেউই বড় ইনিংস খেলতে না পারায় ৪৭.৫ ওভারে ২৫০ রানে অলআউট হয়ে যায় ডাচরা।

সাত নম্বরে নেমে ৩৯ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন তেজা নিদামানুরু। এছাড়া সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ৪৫, কলিন অ্যাকারম্যান ৩৫ ও ম্যাক্স ও’ডাউড করেন ৩০ রান।

বোলিংয়ে ভারতের হয়ে বুমরাহ, সিরাজ, কুলদীপ ও জাদেজা প্রত্যেকে ২টি করে উইকেট পান। এছাড়া কোহলি ও রোহিত নেন ১টি করে উইকেট।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় দুই ভারতীয় ওপেনার। ইনিংসের ষষ্ঠ ওভারেই দলীয় অর্ধশতক পূরণ করেন রোহিত শর্মা ও শুভমান গিল। ব্যাটিং পাওয়ার প্লেতে কোন উইকেট না হারিয়ে ৯১ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দেন ভারতীয় ব্যাটাররা।

১২তম ওভারে নিজের অর্ধশতক পূরণ করে ফন মিকেরেনের শিকার হয়ে সাজঘরে ফিরেন গিল। দলীয় ১০০ রানের প্রথম উইকেটের পতন ঘটে ভারতের। গিলের পর বিরাট কোহলির সঙ্গে জুটি গড়েন রোহিত শর্মা। তবে ১৮তম ওভারে বাস ডি লিডের বলে পরাস্ত হন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ব্যক্তিগত ৬১ রান করে সাজঘরে ফিরেন।

তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। দুর্দান্ত ফর্মে থাকা কোহলি ডাচদের বোলারদের উপর চড়াও হয়ে এবারের আসরের পঞ্চম অর্ধশতক তুলে নেন। তবে ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম শতকের আশায় থাকা কোহলি ব্যাঙ্গালুরুতে তা করতে ব্যর্থ হন ইনিংসের ২৯তম ওভারে। ফন ডার মারওয়ের ঘূর্ণিতে ৫১ রান করে বোল্ড হয়ে ফিরেন তিনি।

দলীয় ২০০ রানে তৃতীয় উইকেটের পতন ঘটলেও চতুর্থ উইকেট জুটিতে ডাচদের বোলারদের উপর চড়াও হয় লোকেশ রাহুল ও আইয়ার। এ দুজন মিলেই আজ ডাচ বোলারদের করেছেন তুলোধুনো। দুজনে জুটি গড়ে স্কোরবোর্ডে তুলেন ২০৮ রান। ফলে সহজেই আজ ৪১০ রানের সংগ্রহ পেয়ে যায় ভারত। শেষ পর্যন্ত রাহুল ৬৪ বলে ১০২ রান করে আউট হলেও ৯৪ বলে ১২৮ রান করে অপরাজিত ছিলেন শ্রেয়াস।

বাংলাদেশ নিজেদের বিশ্বকাপ আট নম্বরে থেকে শেষ করলেও আজকের ম্যাচের আগে নিশ্চিত হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা। ভারত ম্যাচের আগে নেদারল্যান্ডস আট ম্যাচের মধ্যে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বর স্থানে অবস্থান করছিল। আজকের খেলায় জয় পেলে বা পরিত্যক্ত হয়ে এক পয়েন্ট পেলেই ডাচরা পেয়ে যেত চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। তবে ভারতের এমন বড় জয়ে ডাচরা সবার শেষে থেকেই বিশ্বকাপ শেষ করল।

অপরদিকে ভারতের জয়ে অষ্টম দল হিসেবে পাকিস্তানে আয়োজিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। তবে ডাচদের সঙ্গে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে নবম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করা শ্রীলঙ্কা। দেশটির ক্রিকেট ইতিহাসে এই প্রথম তাদের ছাড়াই আয়োজিত হবে আইসিসি ইভেন্ট।