ডালাসে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টি টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে নিজেদের প্রথম খেলায় ৬ উইকেটের জয় দিয়ে আসরে শুভ সুচনা করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার ডালাসে বৃষ্টির কারণে শুরু হতে দেরি হয় নেপাল ও নেদারল্যান্ডসের খেলাটি। কিন্তু খেলা শুরু হওয়ার পর আর বৃষ্টি হয়নি।

টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ম্যাচে ডাচদের বোলিং তোপের মুখে ইনিংসের ৪ বল বাকি থাকতেই ১০৬ রানে অলআউট হয়ে যায় নেপাল। জিততে হলে নেদারল্যান্ডসকে করতে হত ১০৭ রান।

জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১০৯ রান করে ১ ওভার ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় নেদারল্যান্ড্স। ওপেনিংয়ে নামা ও’ডাউড একপ্রান্ত আগলে রেখে জয় নিশ্চিত করলেও অন্যপ্রান্তে চার ব্যাটারকে হারায় নেদারল্যান্ডস। চারটি চার ও এক ছক্কায় ৪৮ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন ও’ডাউড। তিনে নামা বিক্রমজিৎ সিং ২৮ বলে ২২ রান এবং সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ১৬ বলে ১৪ রান করেন। শেষ দিকে ১০ বলে ১১ রানে অপরাজিত থাকেন বাস ডে লেডে।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ডাচদের দলীয় বোলিং পারফরম্যান্সে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় নেপাল। সর্বোচ্চ ৩৫ রান আসে অধিনায়ক রোহিত পাউদেলের ব্যাট থেকে। অন্যদের মধ্যে করণ কেসি ১৭, গুলশান ঝাঁ ১৪ ও অনিল শাহ করেন ১১ রান। দলের সাতজন ব্যাটার ব্যর্থ হোন দুই অঙ্কের রানে পৌঁছাতে। ডাচদের পক্ষে ৩টি করে উইকেট তুলে নেন টিম প্রিঙ্গেল ও লোগান ভ্যান বেক। ২টি করে উইকেট পান পল ভ্যান মিকেরেন ও বাস ডি লিডে।