২০২৬ বিশ্বকাপ ফুটবলের আনুষ্ঠানিক ভেন্যু ও সূচি প্রকাশ করেছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনোর উপস্থিতিতে এক অনুষ্ঠানে ম্যাচের ভেন্যু ও সূচি ঘোষণা করা হয়।
বিশ্বকাপ ফুটবল ২০২৬ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি দল ও খেলা হবে ২০২৬ সালে। প্রথমবারের মতো ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে ৪৮টি দল। ফাইনাল সহ মোট ১০৪টি ম্যাচ হবে আগামী বিশ্বকাপ ফুটবলে।
২০২৬ সালের ১১ই জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। ১৯শে জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল খেলা। ১১ থেকে ২৭শে জুন পর্যšত হবে গ্রুপ পর্বের ম্যাচ। শেষ ৩২ দলের ম্যাচগুলোতে ২৯ জুন থেকে তেসরা জুলাই পর্যšত। কানাডার দুই শহর টরেন্টো ও ভ্যানকুবারে হবে মোট ১৩টি ম্যাচ। ফাইনালসহ মেক্সিকোতে হবে মেক্সিকোতেও হবে ১৩টি খেলা। আর যুক্তরাষ্ট্রে হবে ৭৮টি ম্যাচ। এর আগে ১৯৯৪ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিলো যুক্তরাষ্ট্রে।